logo
logo

মূসক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার ভ্যাট

Blog single photo

আপনি যদি মূসক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উৎপাদনকারী বা সরবরাহকারী বা ব্যবসায়ী হয়ে থাকেন, তবে আপনাকে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে। তবে, পরিশোধ করার পূর্বে পণ্য বা সেবার ভ্যাটের হার সম্পর্কে আপনার জানা থাকা প্রয়োজন। কেননা, মূসক আইনে ভ্যাটের আদর্শ হার ১৫% হলেও কিছু ক্ষেত্রে সংকুচিত হার ( ২, ২.৪, ৫, ৭.৫ বা ১০%) রয়েছভ্যাটের হার সম্পর্কে জানতে হলে আপনার আরো জানা প্রয়োজন, আপনি যেটা উৎপাদন করছেন, সেটা কি পণ্য না সেবা। কেননা, সেবার ক্ষেত্রে আদর্শ হার (১৫%) ছাড়াও বিভিন্ন রকমের ভ্যাটের হার ( ৫%, ৭.৫%, ১০%) বিদ্যমান রয়েছে (উদাঃ ইন্টারনেট -৫%, নন-এসি হোটেল ও রেস্তোরাঁ - ৭.৫%)। একইভাবে পণ্যের ক্ষেত্রে ও বিভিন্ন রকম হার রয়েছে (উদাঃ মেশিনে প্রস্তুত বিস্কুট- ৫%)। মূসক আইনে প্রজ্ঞাপন দ্বারা সেবার সংজ্ঞা ও পরিধি নির্ধারণ করা হয়েএর বাইরে তফসিলে আরো একটি বিষয় রয়েছে, যা হলো ব্যবসায়ী। মূসক আইনের ভাষায়, ব্যবসায়ী তিনি যিনি আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্যভাবে সংগৃহীত পণ্যের কোনরুপ পরিবর্তন না করে সরবরাহ করেন। ব্যবসায়ীরা পণ্যের ব্যবসা করেন, সেবার ব্যবসা করেন না। কেননা, সেবার ব্যবসা হয়না, সেবার সরবরাহ হয়ে থাকে। আর, দুই একটা ব্যতিক্রম ছাড়াই সকল ব্যবসার ক্ষেত্রে মূসকের হার ৫%।ছে।




আপনার মতামত লিখুন

logo
Top